মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু,পরিচয় শনাক্তে আহ্বান
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক অজ্ঞাতপরিচয় পুরুষ মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তি নিজ থেকে কিছু বলতে পারেননি। তার কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি, মুন্সিগঞ্জ থানাধীন জোড় পুকুর পাড় দুর্গা বাড়ি এলাকায় নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে । আনুমানিক বয়স ৩৫ বছর।
বর্তমানে মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।যদি কেউ মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাহলে দ্রুত মুন্সীগঞ্জ সদর থানা ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।