
বরগুনায় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের ভবন না থাকায় বিচার কার্যক্রমে সমস্যা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
যানা যায় বরগুনা জেলার বিভিন্ন আদালতে মামলা বাড়ছে দিন দিন এতে সাধারণ বিচারপ্রার্থীরা পরছেন বিপদে বিশেষ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন না থাকায় বিড়ম্বনায় রয়েছেন বিচারক থেকে শুরু করে আইনজীবীরাও সকলের দাবি বিচারক সংকট এজলাস অবকাঠামো সংকটের কারনে বিচার প্রকৃয়া স্বাভাবিক গতিতে নেয়া সম্ভব হচ্ছে না যানা যায় ভবন সংকটের কারনে একই এজলাসে দুই জন বিচারক পালাক্রমে ব্যবহার করেন সাধারণ মানুষের দাবি আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমানে জায়গা না থাকার কারনে নারী শিশু ও বৃদ্ধরা খোলা মাঠে অথবা বারান্দায় গিয়ে দাড়িয়ে থাকতে হয় আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা যায় বিভিন্ন বিচারকের বারান্দায় দাড়িয়ে আছে অনেক মানু জড়ো হয়ে, বিচারপ্রার্থীরা অন্য দিকে স্থান সংকটের কারনে একটি এজলাসের মধ্যে দাপ্তরিক কার্যক্রম সারছেন প্রশাসনিক কর্মকর্তারা, এ বিষয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নুরুল আমিন বলেন আমাদের পার্সবর্তী জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন আছে কিন্তু আমাদের বরগুনার সাবেক জনপ্রতিনিধিরা বরগুনার জন্য কিছুই করতে পারেননি শুধু একটি ভবন না থাকার কারনে ভোগান্তিতে আছে বিচারক আইনজীবী সহ সকলেই তবে এই সংকট নিরসনে আমরা সকলেই কাজ করছি তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মানের জন্য সরকারের উর্ধতন মহলে আলোচনা চলছে,