ড্যানিসিডাক অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন,
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বাংলার দিগন্ত
ড্যানী সিডাক তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং চিত্রনায়ক-বাংলা সিনেমার জগতে মার্শাল আর্ট পারদর্শী যে কজন অভিনেতা রয়েছেন, তার মধ্যে ডেনিসিডাক অন্যতম, যদিও বাংলা সিনেমায় খল অভিনেতা হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হয়েছিলেন, অভিনয় শৈলী দিয়ে নিজেকে দর্শকদের হৃদয় জয় করে নেন ড্যানিসিডাক, তিনি কখনো অভিনয়ের ক্ষেত্রে ডামি ব্যবহার করতেন না, নিজেই নিজের শট হিসেবে দিয়েছিলেন, সরাসরি লড়াই করেছেন বাঘ সিংহ ও অজগরের সাথে, এটি সম্ভব হয়েছে কেবল অভিনয়কে ভালোবাসেন বলেই, ১৯৮৬ সালে শহিদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হন এই অভিনেতা, প্রথম সিনেমা লড়াকুতে নিজ হাতে ভেঙ্গেছেন ১২ ইঞ্চি পুরু বরফ, এসব করতে গিয়ে একবার নির্ঘাত মৃ'ত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ডেনি সিডাক, টেলি বাংলার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন ,তিনি সরাসরি সিংহের সাথে লড়াই করেছেন একটি খাঁচার ভিতর ঢুকে, তিনি বাংলাদেশের সুপারম্যান খ্যাত চিত্র নায়ক, তবে তিনি খল অভিনেতা হিসেবেও দারুন পরিচিতি অর্জন করেছেন, এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো, লড়াকু, বীরপুরুষ দেনমোহর সুপারম্যান, বনের রাজা টারজান, গরিবের রাজা রবিনহুড, সিংহ পুরুষ, রুপের রানী, অকর্মা, ক্ষতিপূরণ, বাঘা বাঘিনী, চাকরানি, বজ্রপাত, রুবেল আমার নাম, মার্কোসা, অ'গ্নি, প্রেমের কেন ফাঁ'সি, ড্যানিসিডাক অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন, বর্তমানে চলচ্চিত্রের সাথেই কাজ করে যাচ্ছেন, সর্বশেষ তাকে বিএফডিসিতে দেখা গিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিপুনের প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু তিনি আর পাশ করেননি, বর্তমানে তিনি ঢাকায় পরিবার নিয়ে বসবাস করছেন