ইসলামী ছাত্র আন্দোলন সোনাগাজী দক্ষিণের প্রতিনিধি সম্মেলন ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।
জাহিদ হাসান চৌধুরী;
ফেনী জেলা প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সোনাগাজী থানা দক্ষিণ শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এক অনুপ্রেরণাদায়ক প্রতিনিধি সম্মেলন ও দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।১৫ মে (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে সোনাগাজী উপজেলা আইএবি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সোনাগাজী থানা দক্ষিণ শাখার সভাপতি, ফয়জুল করিম সালমান। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান জাবের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জনাব আব্দুল আজিজ নোমান। তিনি সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, যা শ্রোতামণ্ডলীর মাঝে গভীর অনুপ্রেরণা জাগায় এবং প্রশংসা কুড়ায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন এবং অর্থ সম্পাদক বায়েজিদ হোসাইন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলার জননন্দিত বিপ্লবী উপদেষ্টা, প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম জেলার সাংগঠনিক সম্পাদক, মুফতী আবদুর রহমান ফরহাদ— যিনি ক্যারিয়ার গাইডলাইন ও সংগঠনের নিয়মনীতি সম্পর্কে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন সোনাগাজী উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন—
উপজেলা সেক্রেটারি, হাফেজ হিজবুল্লাহ উপজেলা অর্থ সম্পাদক, আবু বকর সিদ্দিক—তিনি দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহে আন্তরিকতার বিষয়ে আলোকপাত করেন
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইব্রাহিম মিয়াজী প্রচার সম্পাদক, হাফেজ মাওলানা শরিয়ত উল্ল্যাহ সম্মেলনের পুরো পর্বে অতিথিবৃন্দ সংগঠনের আদর্শ, কার্যক্রমের গতি, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ নেতৃত্বের গঠনমূলক বিকাশ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।