বরগুনায় তীব্র গরমের কারনে বাড়ছে পোল্ট্রি মুরগির হিট স্টক
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলায় তীব্র গরমের কারনে বাড়ছে পোল্ট্রি মুরগির হিট স্টক যানা যায় বরগুনার প্রায় খামারেই এই হিট স্টকের সংখ্যা বেড়েই চলছে, এতে খামারিরা হাহাকার শুরু করে দিয়েছে, এরকমই বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বদরখালী গ্রামের একজন পোল্ট্রি মুরগির খামারির কাছে যায় দৈনিক বাংলার দিগন্তের একজন সাংবাদিক, এক পর্যায়ে খামারির কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে আমরা যারা খামারি আছি আমাদের অবস্থান ভালো না কারন তীব্র গরমের কারনে মুরগির হিট স্টক হচ্ছে এবং মুরগী মারা যাচ্ছে, এতে করে আমরা খামারিরা অনেক ক্ষতির মূখ দেখছি কারন, একদিকে গরমের কারনে মুরগির দাম অনেকটাই কমে যায় আমাদের কম দামে বিক্রি করতে হয় অন্য দিকে বাচ্চার অনেক দাম ও মুরগির ফিট খাবারের অনেক দাম যার কারনে আমাদের অনেক লচ হবে, তিনি আরো বলেন যে এই তীব্র গরমের সময় যদি বাচ্চার দাম এবং ফিট খাবারের দাম কমে তাহলে আমরা যারা খামারি আছি, এই গরমের সময়ে খামারে মুরগী পালন করে সমান সমান অবস্থানে থাকা যাবে তা না হলে এই গরমে মুরগী পালন করলে ক্ষতির মুখ দেখা লাগে তাই অনেক খামারি আছে যারা গরমের সময়ে মুরগী পালন করতে চায় না এতে অনেক বিপদে পড়তে হয় মুরগির খামারির।