সুমন শেখ
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভূখণ্ড হবে ফলজ বৃক্ষের এক টুকরো বাগান স্বপ্নদ্রষ্টা ডাঃ মুসা কবির। ডাঃ এ এস এম মুসা কবির এর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ সাল থেকে বৃক্ষে রোপণ শুরু করেছেন স্বপ্নদ্রষ্টা ডাঃ মুসা কবির। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা হবে ফলজ বাগান এবং স্বপ্নদ্রষ্টা ডাঃ মুসা কবির এর হাত ধরেই দৌলতপুর ভূখণ্ড হবে ফলজ বৃক্ষের এক টুকরো বাগান, প্রশংসা করে বলেছেন কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা সচেতন মহল। কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা সচেতন মহল আরও প্রশংসা করে বলেছেন পৃষ্ঠপোষকতায় প্রকৃতিপ্রেমী ডা. Musa Kobir স্যার এবং আয়োজনে স্মাইল ফর অল এসএফএ থেকে শুরু থেকে করেছেন বিনামূল্যে বৃক্ষরোপণ অভিযান – সিজন ৭ (২০২৫)। দৌলতপুর হোক একটি ফলজ বাগান”
ফলজ গাছ রোপণ করে গড়ুন সবুজ ভবিষ্যৎ। এই উদ্যোগে দৌলতপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আন্তরিক আহ্বান জানানো হচ্ছে। আপনারা আমাদের দৌলতপুরের সহযোদ্ধা—এই কর্মসূচিতে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। নিজ নিজ এলাকায় গাছ রোপণের জন্য আপনারা আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি, ব্যক্তিগত উদ্যোগেও গাছ গ্রহণ ও রোপণ কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ আকর্ষণে এবার রয়েছে কাঠগোলাপ গাছও।