
বান্দরবানের সুমন দে চট্রগ্রাম রোড এক্সিডেন্টে আহত
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সদর এর হাফেজঘোনা বাসিন্দা সুমন দে বালাঘাটা”বজলুল করিম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক” চট্রগ্রামে রোড এক্সিডেন্টে তার পরিবারসহ গুরুতর আহত হয়েছে।বর্তমানে তার ছেলে সন্তান ও স্ত্রী সুস্থ আছে কিন্তু সুমন সুস্থ নেই। মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছেন। বর্তমানে মেরিন সিটি মেডিকেল কলেজ এইচ ডি ইউ-তে ভর্তি আছেন। ওনার চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল হওয়াতে ওনার পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না বলে জানা যায়। বর্তমানে প্রায় প্রতিদিন ৩০০০০+ খরচ হচ্ছে যা তাদের পক্ষে বেশ কষ্টসাধ্য ও দুরূহ হয়ে পড়েছে সুমন তার পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি।তাই চিকিৎসার খরচ চালিয়ে যেতে সক্ষম হচ্ছেন না।