বরগুনায় গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় পুরাঘাটা ফেরিঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে ১২,৫,২৫ রোজ রবিবার আনুমানিক রাত ৯,৩০ ঘটিকার সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বরগুনা জেলা পুলিশ, গ্রেফতারকৃতরা হলো মোঃ মজিবর সরদার, গ্রাম শাখারিয়া,৩ নং আঠারগাছিয়া ইউনিয়ন, থানা আমতলী, জেলা বরগুনা,ও বেল্লাল হোসেন গ্রাম মাইঠা, থানা ও জিলা বরগুনা, তাদের নিকট থেকে দের কেজি গাজা উদ্ধার করা হয়, পরবর্তীতে যানা যায় জাকির সরদারের নামে বিভিন্ন থানায় ৫ টি মাদক মামলা এবং বিল্লালের বিরুদ্ধে ১ টি মাদকের মামলা ও একটি হত্যা মামলা রয়েছে এবং বরগুনা থানায় ১ টি গ্রেফতারি পরোয়ানা রহিয়াছে,