সিরাজগঞ্জে পর্যটকদের নতুন গন্তব্য: মিনি জাফলং
ইব্রাহিম খলিলুল্লাহ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার লাউতারা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বাঘাবাড়ি নদীর সুইসগেট এখন রীতিমতো পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয়রা ও ভ্রমণপিপাসুরা একে ডাকছেন “মিনি জাফলং” নামে।
প্রতিদিন সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। গরমে হাঁফিয়ে উঠা মানুষ পানির ধারে এসে পাচ্ছেন স্বস্তি, অনেকে নদীর জলে নেমে গা ভিজিয়ে নিচ্ছেন।
স্থানীয়দের উদ্যোগে গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট, যা পর্যটকদের প্রয়োজনীয় খাবার ও পানীয় সামগ্রী সরবরাহ করছে। নদীর স্বচ্ছ পানি, সুইসগেটের মনোরম দৃশ্য ও প্রাকৃতিক পরিবেশ এই স্থানটিকে দিনদিন আরও জনপ্রিয় করে তুলছে।
সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের কোলাহলে মুখর থাকে পরিবেশ। বিশ্রাম, ঘোরাঘুরি কিংবা জলকেলি—সবকিছুর জন্যই এই স্থান এখন সিরাজগঞ্জবাসী ও বাইরের জেলার মানুষের কাছে এক অসাধারণ আকর্ষণ।