বরগুনার পাথরঘাটার উদ্দেশ্যে সেরে আসা বিআরটিসির একটি বাসের সাথে টলির ধাক্কা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
যানা যায় আজকের সকাল নাগাত বরিশাল থেকে সেরা আসা পাথরঘাটার উদ্দেশ্যে বিআরটিসির একটি বাসের সাথে ইট টানা টলির সাথে রাস্তা ক্রস করার সময় ধাক্কা লাগে, এতে বাসে থাকা অনেক যাএীর হতাহতের খবর পাওয়া যায় এবং অনেক যাএী আহত হয় স্থানীয় লোকজন বলেন যে রাস্তা ক্রস করার সময় দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে এতে বহু যাএী আহত হয় আরো বলেন বরিশাল টু পাথরঘাটার রাস্তা পাসে ছোট হওয়ার কারনে প্রায়ই এই দরনের দূরগটনা ঘটে এবং বহু মানুষ হতাহত হয় এবং আহত হয় এমনকি অনেক মানুষ নিহত ও হয় এতে অনেকে বলেন পাথরঘাটার রাস্তাটি যেন বড় করা হয় এবং বড় গাড়ি যে সুন্দর ভাবে চলতে পাড়ে তাহলে সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফেরতে পারবে.