সাংবাদিক নিয়োগ নামে প্রতারণা মোঃ মিজানুর রহমান মিজান সম্পাদক ও প্রকাশক
সাইফুল ইসলাম সাঈদ
রংপুর বিভাগীয় ব্যুরো
জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, মোঃ মিজানুর রহমান মিজান এর নামে অভিযোগ উঠেছে। সাংবাদিক নিয়োগ দিয়েছেন।তিনি কার্ড বাবদ পনের শত পঞ্চাশ টাকা শিডিউল করেছেন।
আমি বলেছিলাম,’পাঁচশত টাকা দিব।’জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা বলেন,’কার্ড খরচা পনের শত পঞ্চাশ টাকা হতে পাঁচ’শত পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিলাম,একহাজার পাঠান।’
পরে আমি জবাব প্রদান করেছিলাম,’পাঁচশত টাকার বেশি দিতে পারব না।’জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা বলেন,’কম দিবেন যেহেতু এখনি পাঠান।’
টাকা পাঁচশত বিকাশ করলাম,এরপরেও তিনি আরো দুইশত পঞ্চম টাকা চাইলেন,সে দুইশত টাকাও বিকাশ করলাম। অবশেষে জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা তিনদিনের ভিতর আমার সাংবাদিকতা কর্মে লিপ্ত হবার আইডি কার্ড দিতে চাইলেন কিন্তু আটদিন পরে তিনি পুনরায় বলেন,’আরো তিনশত টাকা দিতে হবে।’
আমি বলেছিলাম,’আপনার প্রতিষ্ঠানে কাজ করবো না,টাকা ফেরত বিকাশ করেন।’জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সবশেষে বলেন,’টাকা ফেরত হবে না।’