বরগুনার পাথরঘাটায় খাদ্য গুদাম থেকে অভিনব কায়দায় চাল চুরি
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় অভিনব কায়দায় চাল চুরির ঘটনা ঘটেছে, পাথরঘাটার খাদ্য গুদামে চলতি অর্থ বছরের নথির রিপোর্ট অনুযায়ী ১৩১ মেট্রিক টন চাল ক্রয় করেন পাথরঘাটা খাদ্য গুদাম কতৃপক্ষ তিন কিস্তিতে চাল ডেলিভারি দেন খাদ্য গুদামের কাছে মিল কতৃপক্ষ, ঐ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অণ্জন ডাকুয়ার নেতৃত্বে অভিনব কায়দায় বস্তু থেকে চাল চুরি করার অভিযোগ উঠেছে এবং এ তথ্য নিয়ে অনুসন্ধানে গেলে তিনি সংবাদ কর্মীদের রিপোর্ট করতে নিষেধ করেন,এর পড়ে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক ক্যামেরার সামনে কথা না বল্লেও তিনি মুঠো ফোনের মাধ্যমে বলেন যে পাথরঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্জন ডাকুয়া ক্ষমা চেয়েছেন, পরবর্তীতে বরিশাল খাদ্য গুদামের আঞ্চলিক প্রধান মোঃ মিজানুর রহমান বলেন আসলেই পাথরঘাটার বিষটি সত্য এবং সেখানে সরকারি চাল চুরি করার ঘটনা ঘটেছে, এ বিষয়ে অতি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে.