চট্টগ্রামে ন্যাশনার হাসপাতালে একজন মায়ের ৬ টি সন্তান একসঙ্গে পৃথিবীতে এসেছে!
মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ১জন মায়ের ৬টি সন্তান একসঙ্গে পৃথিবীতে এসেছে। প্রসূতি মায়ের নাম:মরিয়ম বেগম (৩০ বছর) স্বামী :নুর মোহাম্মদ জাকির পাড়া, ঈদগাঁ, কক্সবাজার।
ডেলিভারি করেছেন ডাঃ নাজনিন সুলতানা লুলু, এফসিপিএস। এই অলৌকিক ঘটনা শুধু একজন মায়ের সাহস আর ধৈর্যের প্রতীক নয়।এগুলো হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন।
❝নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী❞আল্লাহ তায়ালা এই শিশুদের সুস্থতার সহিত হায়াত দান করুন-।