আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফেনীতে ব্লকেড কর্মসূচি পালিত
জাহিদ হাসান চৌধুরী:
ফেনী জেলা প্রতিনিধি
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ‘মহিপালে’ ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ মে) রাতে এ কর্মসূচি শুরু হয়। এতে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ব্লকেড ও অবস্থান কর্মসূচিতে বলা হয়, ‘ আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার উপরে অন্যায়-অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এসময় সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যান্ড ব্যান্ড’সহ নানা স্লোগান দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।