অনৈতিক কাজে বাঁধা দেওয়ার, নিজ বাবাকে খুন করলো ঐশি
মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি
ধর্ষণের দায় করে, নিজ বাবাকে খুন করলো ঐশি।এমন বক্তব্যে সোস্যাল মিডিয়া তে একটি ভিডিও দেখা যায়।কিন্তু মেয়েটিকে পুলিশের জিজ্ঞেসবাদে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ঐশি একজন লেসবিয়ান সমকামি (তার দেওয়া স্বীকারোক্তি) সাবলেটের নামে পাশের রুমেই তার সঙ্গী নিয়ে অনৈতিক কাজ করতো মেয়েটি।
এতে বাধা দিলে, বাবাকে ঘুমের ঔষধ খাইয়ে ছুরি আাঘাত করে নির্মমভাবে হত্যা করে ঐশি। এবং বাবাকে ধর্ষক হিসেবে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের জিজ্ঞেসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এর আগেও নিজের বাবাকে ধর্ষক বলে অভিযোগ করে অনেকদিন জেল খাটায় সে। আদলত অভিযোগের প্রমান না পাওয়ায় তাকে জামিন দেয়।