মামলা তুলে না নেওয়া ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা
রাজন কিবরিয়া ইব্রাহীম
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন আলী স্বপন (৩৫) রজব আলীর ছেলে। ইয়াসিন আলী স্বপন আনন্দমোহন কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসাবে দায়িত্ব ছিলেন সেই সাথে আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা এলাকায় একটি মুদি দোকানও চালাতেন। শুক্রবার (৯ মে) ভোরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যায়। পুলিশ ও স্থানীওরা জানায়, ২০২২ সালে নিহত ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে হত্যা করে দিলীপ ও তার অনুসারী। ঐ সময় ঐ ঘটনায় দায়ের করা একটি মামলায় দিলীপ কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পান দিলীপ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেয় মামলা তুলে না নেয়া দিলীপ ও তার লোকজন আমির হোসেন ও আমির হোসেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুকবার ভোর রাতে স্বপন মারা যায়। নিহত স্বপনের চাচাতো ভাই আরাফাত বলেন, মামলা তুলে নিতে দিলীপ ও তার অনুসারীরা বেশ কিছু দিন যাবত নানা ভাবে চাপ দিয়ে আসছিলেন। এতে আমির হোসেন ও ইয়াসিন আলী স্বপ রাজি না হওয়ায় দিলীপ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেন। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের জন্য ডেড বডি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরগে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।