বেড়িবাঁধ সংস্কার এবং বসতবাড়ি ও মসজিদ রক্ষার্থে মানববন্ধন
মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম'র সীতাকুণ্ড থানার অন্তরগত ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড জোড়ামতল মেহরীন শীপ ব্রেকিং ইয়ার্ড ও জনতা শীপ ব্রাকার্স এর মাঝামাঝি খন্দকার জামে মসজিদ সংলগ্ন স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে সাগরে বিলিন হওয়ার পথে। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আপনারা এই বেড়িবাঁধ সংস্কার করে মসজিদটি সংরক্ষণ করার অনুরোধ করেছেন। তা নাহলে আগামী দুই-এক বছরের মধ্যে জোড়ামতল বাংলাবাজারের বসতবাড়ি সহ প্রায় এক কিলোমিটার এলাকা সাগরে বিলিন হয়ে যাবে এমন মন্তব্য করেছেন এলাকাবাসী।
এই বিষয়কে উল্লেখ করে,আজ সকালে উপকূলীয় এলাকাবাসী মানববন্ধন করেন। এর আগেও অনেক বাড়ি-ঘর বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই উপজেলা প্রশাসনের এবং সংশ্লিষ্ট নদীশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।