বরগুনার আমতলীতে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্র পাতে এক কৃষকের মৃত্যু
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার আমতলী উপজেলায় ক্ষেত থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে জসিম মুসুল্লি নামে এক কৃষকের বজ্র পাতে মৃত্যু হয় যানা যায় আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে এতে আমতলী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান ক্ষেতে বাদাম তোলার সময় হটাৎ বৈশাখী ঝড় শুরু হলে বাদাম নিয়ে বাড়ি ফেরা দিলে বজ্র পাতে ঘটনা স্থলেই মৃত হয় এই কৃষকের.