চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা ৫ নং দুওসুও ইউনিয়ন ৪ নং ওয়ার্ড লালাপুর (কাজীবন্তী) গ্রামের মৃতঃ মহসিন আলী ও মরিয়ম বেওয়া এর সন্তান মোঃ মাসুদ রানা(২৬) দীর্ঘ ১ বছর যাবৎ মেরুদন্ডের হাড়ের সমস্যায় ভুগছেন। সে একজন ব্লাড ডোনার হয়ে বিত্তবান ও অসহায় অনেক মানুষকে স্বেচ্ছায় রক্তদান করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে অনেক নামি-দামী ডাক্তারের নিকট শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি মেরুদন্ডের হাড়ের সমস্যায় ভুগছেন এবং পায়ের প্রধান রগটি শুকিয়ে গেছে। ডাক্তার জানান সার্জিক্যাল ভাবে অপারেশনের মাধ্যমে চিকিৎসা সেবার নিতে হবে। এতে খরচের পরিমান প্রায় ৩.৫০.০০০/= (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। তাই তিনি দেশ-বিদেশের বিত্তবান ও সাহায্যসেবী সংগঠন-সংস্থা নিকট সাহায্যের আবেদন করেছেন। সহযোগিতা বা আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন…
মোঃ মাসুদ রানা
মোবাইল নাম্বার: ০১৭৩ ৭৪১৯১০৩ (বিকাশ এবং নগদ পারসোনাল)।