গজারিয়া গতি নিয়ন্ত্রণ এর নামে মামলা বানিজ্য করাই কি হাইওয়ে পুলিশের কাজ
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বাংলাদেশ পুলিশের অন্যতম একটা ইউনিট হাইওয়ে পুলিশ।তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণ। এছাড়াও তারা দুর্ঘটনা প্রতিরোধ করে,মোট কথা সড়কে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে হাইওয়ে পুলিশের অন্যতম কাজ।
অত্যন্ত দু:খ ও হতাশার বিষয় গত ১০মাস যাবৎ পুলিশের এই ইউনিট এর ভবেরচর হাইওয়ে ফাঁড়ি'র সফলতা বলতে বাউশিয়া পাঁখি পয়েন্টের সামনে নিয়মিত গতি নিয়ন্ত্রনের নামে মামলা বানিজ্য করা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত একটি সড়ক,প্রতিদিন হাজার হাজার গাড়ী চলে এই মহাসড়কে,এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, গত কয়েক মাসে সড়ক দূর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা ২০ এর অধিক,ঘনঘন যানজটে মানুষের দূর্ভোগ ছিল চোখে পড়ার মত।একাধিক ছিনতাই,ডাকাতির ঘটনায় থানা পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।
মহাসড়কে সংঘটিত একাধিক ছিনতাই,ডাকাতির ঘটনায় থানা পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। অথচ কিছুতেই কুম্ভকর্ণের(ভবেরচর হাইওয়ে পুলিশ)ঘুম ভাঙ্গে নাই,স্থানীয় গণমাধ্যম কর্মীদেরও একাধিক অনুরোধ,নিউজ কোন কিছুই স্পর্শ করে নাই তাদের