বাসের ধাক্কায় অটো গাড়ি খাদে স্কুল ছাত্রী সহ আহত ৩ জন
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া নামক স্থানে একটি সুহা ক্লাসিক নামক বাসের সাথে ব্যাটারি চালিত অটো গাড়ির সাথে ধাক্কা লাগে এতে অটো গাড়িটি রাস্তার পাসে একটি খাদে পড়ে যায়, অটো গাড়ির ভিতরে সাধারণ মানুষ সহ স্কুল পড়ুয়া ছাএ ছাএীরা ও ছিল বলে যানা যায়, এসময় স্কুল পড়ুয়া ছাএী সহ তিন জন গুরুতর আহত হয় এসময়ে ঘটনা স্থলে আগত জনতা ও স্কুল ছাএ ছাএীরা বাসটি কে জব্দ করে দেয়, স্থানীয় জন সাধারণের কাছে জানা যায় যে বেপরোয়া গাড়ি চালানোর কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে, এভাবে প্রতিদিন সড়ক দূর্ঘটনার কারনে বহু মানুষ আহত হয় নিহত হয়, তবে বেপরোয়া ভাবে আর যাতে গাড়ি না চলে আর কোনো মানুষ যাতে আহত না হয়.