বরগুনায় ২৫০ সয্যা হসপিটাল রাতের বেলা থাকে জরুরি বিভাগ বন্ধ,
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা সদর হাসপাতালে রাতের বেলা জরুরি বিভাগ বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে রাতের বেলা এক ডায়েরি জনিত রোগী কে নিয়ে গেলে দেখা যায় জরুরি বিভাগের সকল সেভা বন্ধ আছে পড়ে ঐ রোগীর স্বজনরা চিল্লাফাল্লা করলে একজন ঘুম থেকে উঠে এবং ডাক্তার কে ফোন দেয় তার পর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে,এছাড়াও রয়েছে এই হসপিটালের বিরুদ্ধে নানা অভিযোগ, রোগীদের টয়লেট, গোসলখানা সহ অনেক কিছুই নোংরা হয়ে থাকে সবসময় এতে যে রুগি চিকিৎসা নিতে যায় বরং সুস্থ না হয়ে আরো রুগী হয়ে ফিরতে হয়, এমতাবস্থায় রুগির স্বজন দের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে এই হসপিটালের জরুরি বিভাগ যাতে ২৪ ঘন্টা খোলা থাকে তাহলে গ্রাম থেকে আশা সাধারণ মানুষেরা হয়রানির শিকার হবেনা এবং বেশী রাতের বেলা রুগী নিয়ে আসলেও যাতে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া যায় এবং হসপিটালের রুগীদের জন্য যে টয়লেট গোসলখানা সহ ব্যবহার কৃত সকল কিছু পরিস্কার পরিচ্ছন্ন থাকে বলে হসপিটালের উর্ধতন কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন.