ফেনীতে ছাত্র প্রতিনিধি ও নারী শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার
মোঃ জাহিদ হাসান চৌধুরী
ফেনী জেলা প্রতিনিধি
প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার তীব্র নিন্দা ৬ মে (মঙ্গলবার ) ফেনী সন্ধ্যায় ফেনী শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নারী শিক্ষার্থী নাদিয়া আক্তারের ওপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।
এক যৌথ বিবৃতিতে ফেনী জেলা শাখার সভাপতি আলী আহমদ ফোরকান ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, “এই হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও দেশে ফ্যাসিবাদী ও সন্ত্রাসবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। স্বৈরাচারবিরোধী আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতে নব্য চাঁদাবাজ ও সন্ত্রাসীরা পুরনো কৌশলে ফিরতে চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা “এই ঘৃণ্য হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছে।”
“বিশেষভাবে আমরা একজন নারী শিক্ষার্থীর ওপর এই সন্ত্রাসী হামলাকে নারীর নিরাপত্তা ও সম্মানহানির জঘন্য বহিঃপ্রকাশ হিসেবে দেখছি। আমরা এই ঘটনায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে জাতীয়ভাবে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”