সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরও একজন
মোহাম্মদ মালেক
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে র সীতাকুণ্ডে কুমিরা ষ্টেশন এর রোডে,কে এস আর এম মসজিদের সামনে এক নিরীহ ব্যক্তি জায়গায় মারা গিয়েছে! জানা যায়: KSRM এর মাল বোঝায় করা একটি ট্রেইলার এর ধাক্কায় সাইকেল আরোহী এই ভাই স্পটে ডেথ,চেনার কোনো উপায় নেই। মগজ বের হয়ে গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিচয়: এই ব্যাক্তি জোড়আমতল ফকির হাট,বুলবুলিপাড়া মসজিদের সম্মানিত মুয়াজ্জিন।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
সূত্র : দৈনিক বাংলার দিগন্ত, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কুমিরা স্টেশন রোড।
তারিখ : ০৪/০৫/২০২৫
বার; রবিবার
সময় : ১১:৩০ Am