সীতাকুণ্ডে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করবে আগামীকাল
মোহাম্মদ আব্দুল মালেক
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে র সীতাকুণ্ড রয়েল গেইটে আগামীকাল সকাল ১০ টাই সীতাকুণ্ডের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করবে।সীতাকুন্ডর কুমিরা রয়েল গেইট এর বেশিরভাগ দুর্ঘটনায় ঘটে ইউটার্ন নেওয়ার কারণে। আর চারদিক দিয়ে আসে বিকল্প রাস্তা যেটা আছে ওইটা বন্ধ করে দেওয়ার কারণেই বেশিরভাগ দুর্ঘ-টনা ঘটতেছে। গাড়িগুলো যখন ইউটার্ন নেই ঐ বিকল্প রাস্তা দিয়ে যদি ঘুরে যায় তাহলে দুর্ঘটনা অনেকটা কমে যাবে। সীতাকুণ্ড থানা ওসি মহোদয় এ ব্যাপারটা যদি একটু দেখতেন এবং ইউ এন ও মহোদয়, শুধু দেখুন ব্যাপারটা যদি নজর আনতেন তাহলে অনেক অনেক জীবন হয়তো বেঁচে যাবে। ০৪/০৫/২০২৫ ইং কয়েক ঘন্টা ব্যবধানে তিন থেকে চারটা দুর্ঘটনা তারমধ্যে পূর্ব-দক্ষিন ঘোড়ামরা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র এবং দোল্লা ফকির জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ দিদারুল আলম চির বিদায়ে অনেকে মর্মাহত।।
আবার কয়েকঘন্টা ব্যবধানে শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী ঘোরতর আহত হয়েছে। KSRM এর সামনে যে এর বিকল্প রাস্তাটা আছে ওইটা যদি আবার চালু করে দেওয়া হয় তাহলে অনেক দূর্ঘটনা কমে যাবে হইতো।
রয়েল গেইট এবং ছোট কুমিরা যে ইউটার্ন গুলো আছে এই দুইটাই ইউটান খুব মারাত্মক খুব রিক্স রাস্তা পারাপার হতে।খুব সাবধানে পারাপার হওয়া উচিত। সবদিকের গাড়ি এলোপাতাড়ি ভাবে চলাচল করে।
কুমিরা থেকে পুরাতন রোড গিয়ে রয়েল সিমেন্টের গেইট পেরিয়ে মেইন রোডের সাথে মিলিত হয়েছে। অথচ গাড়ি সরাসরি সেদিক দিয়ে গিয়ে উঠতে পারেনা। কারণ রয়েল গেইট থেকে দক্ষিণ দিকে মেইন রোড পর্যন্ত বিভিন্ন ট্রাক দিয়ে দখল করে রাখে। ফলে একই টার্নিং দিয়ে উভয় দিকের গাড়ি পার হতে গিয়ে এই পর্যন্ত অনেক প্রাণহানি ঘটেছে। তারই ধারাবাহিকতায় আজকে পর পর দুটি দূর্ঘটনা ঘটেছে।
তারই ধারাবাহিকতায় আগামীকাল সকাল ১০ টাই সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করবে। কুমিরা'র যেসকল ইন্ডাস্ট্রিগুলো (KSRM, KDS, নেমসন সহ ইত্যাদি) সরকারি জায়গা দখল করে অবৈধ পার্কিং এর মাধ্যমে মানুষকে ভোগান্তি করছে এবং রাস্তাগুলো মানুষের চলাচলের জন্য মৃত্যুর ফাঁদ হিসেবে তৈরি করছে। সেসকল ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে আগামীকালের মানববন্ধনে করবে সীতাকুণ্ডের সাধারণ শিক্ষার্থীরা।