গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় বাইকচালক নিহত।
মোঃ দুলাল সরকার
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সিগঞ্জের গজারিয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বাইকচালক নিহত হয়েছেন।
আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন কলেজ রোডের সামনে এ ঘটনা ঘটে। মহাসড়কের ঢাকাগামী লেনে নম্বরবিহীন একটি মোটরসাইকেলের চালককে ঢাকা যাওয়ার পথে তার অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাইকচালক ঘটনাস্থলেই মারা যান।
বাইকচালক ও ঘাতক গাড়িটির পরিচয় পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে মোটরসাইকেল হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন তারা।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, লাশ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।