আড়ালিয়া গ্রামে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিবে বিএনপিঃ আ.ক.ম. মোজাম্মেল হক।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিবে বিএনপি। শুক্রবার(০২ মে) সকাল সাড়ে এগারোটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক একথা বলেন।
তিনি বলেন, ' বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তারা আমাকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করতে বলেছেন। প্রকৃত অর্থেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদান করা হবে'।
তিনি আরো বলেন, ' আমি মনে করি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আরো সতর্ক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কমানো যেত। স্থানীয় লোকজনদেরও আরো সচেতন করা দরকার ছিল'।
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির পরবর্তী কর্মসূচি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ' দেশের সংকটকালীন মুহূর্তে সাময়িক সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন এই সরকার কর্তৃক দেশ পরিচালনা করা সঠিক হবে না। এ সরকার সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত নয়। জনগণ কর্তৃক নির্বাচিত সরকারিই পারে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের পথ সুগম করতে। আমি এই সরকারকে বলবো আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন'।
এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য, গজারিয়া উপজেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ মাষ্টার। গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া।
গজারিয়া যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন। বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবর রহমান। বালুয়াকান্দী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উজ্জল। বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বাবু, সাবেক সভাপতি ফুয়াদ মৃধা, সহ বিএনপির স্হানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
উল্লেখ্য,সোমবার (২৮ এপ্রিল) সকাল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।