সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের ৬ টি পরিবার আগুনে পুড়ে ছাই
মোহাম্মদ মালেক
বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের আবুল হুজুরের বাড়ির ৬ টি ঘর আগুনে পুড়ে ছাই। একেবারে পথের ফকির বা নিঃস হয়ে গেলো পরিবারগুলো।
তাঁদের চোখের পানিতে বারি হয়ে ওঠেছিল বাড়ির পরিবেশ। বিশেষ করে আবুল হুজুর, আবুল ইউসুফ, আবুল হাশেম, আবুল জাফর প্রকাশ (চাম্পা), মোশাররফ হোসেন, বোরহান উদ্দিন এদের ৬ টি পরিবার জ্বলে পুড়ে একেবারে পথের ফকির হয়ে গেলো। প্রতিটি পরিবারের কমকরে হলেও প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতি হয়। বিশেষ করে ভুক্তভোগীর পরিবারের দাবি নগদ আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ সকল প্রকার নথিপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে একেবারে ছাই। তারা একদম পথের ভিখারি তে পরিনত হয়েছে। সরেজমিনে প্রত্যক্ষ করে বিৎদুতের মিটারের সমস্যাজনিত কারন প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তী ফায়ার সার্ভিসের ইউনিট ও স্থানীয় এলাকার মানুষ পানি নেভানোর চেষ্টা করেও সম্পূর্ণরুপে ব্যার্থ হয় এবং পুরোপুরি ৬ টি পরিবার পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এতে তারা সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন। তারা এক কাপড়েই ঘর হকে কোনরকম প্রাণ নিয়ে বেঁচে গেছে। তাদের সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের ও প্রশাসনের নিকট অনুরোধ করছি।
পরিশেষে তাদের সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান করছি।
সূত্রঃ দৈনিক বাংলার দিগন্ত, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।