মোহনগঞ্জ বজ্রপাতে মৃত্যু ১
মোঃ সাইদুল ইসলাম
বারহাট্রা উপজেলা প্রতিনিধি
নেত্রকোণার মোহনগঞ্জে বজ্রাপাতে মোঃ গোলাপ মিয়া (৩০) এক জনের মৃত্যু হয়েছে। আজ (১ মে) রোজ বৃহস্পতিবার ৩ টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সামনে পূর্বের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত মোঃ গোলাপ মিয়া উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ পাইক মিয়া ওরফে নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে, গোলাপ শ্রীরামপুর গ্রামের সামনের পূর্বের হাওরে যায় হাঁস ছড়ানোর জন্য। এমন সময় বৃষ্টির মধ্যে কৃষি জমিতে হাঁস ছড়াতে থাকলে তখন বিকট শব্দে বজ্রপাত হলে মোঃ গোলাপ মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নেছা চাঁদনী জানান, মৃত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে এসেছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমারা অবগত না। আমরা জিজ্ঞেস করেছি বজ্রপাতে মৃত্যু হয়েছে কি’না উত্তরে তারা আমাদেরকে বলেছেন না বজ্রপাতে মৃত্যু হয়নি। হঠাৎ করে মারা গিয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ শফিকুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে এসেছিল মারা গিয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।