কবিতা
স্বাধীন উপহার
লেখক মো. সাইদুল ইসলাম
তোমার মৃত্যু সামনে রেখে দিয়েছো হুকার
এনেছো স্বাধীনতা, মোদের দিলে স্বাধীন অধিকার উপহার,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার হুকারে দামাল ছেলেরা হাতে নিল অস্ত্র, উৎসর্গ করে দিল তাদের তাজা প্রাণ।
হাজারো মায়ের হলো কুল খালি
মা- তার চিৎকার করেও দিতে পারেনি চিৎকার ,
বাংলা আমার বাংলা তোমার বাংলা মোদের উপহার।
তোমার কে হত্যার রহস্য এখনো
অন্ধকার ঘরেই রইয়া গেল।
বাঙালির মাঝে তোমার স্থান সবারই জানা হলো, স্বাধীন বাংলা আজ বুঝে নিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রেসকোর্স ভাষণে বলেছিলে সাহসের কথা,
রক্ত লাগলে রক্ত আরো দিব,
তবুও এই দেশের মানুষ কে স্বাধীন করব ইনশাআল্লাহ।
তোমার অন্তরে ছিল অনেক মায়া ;
মোরা বুঝেছি আজ ইতিহাসের পাতায়।
বাঙালি তোমায় ভুলবে না তুমি আছো বেঁচে
বাঙালির মাঝে মৃত্যুঞ্জয়ী হয়ে ।
স্বাধীন বাংলা থেকে সরিয়ে নিয়েছিল যারা তারাও আজ পালিয়ে দিসে হারা;
ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানে বাংলা,
বাংলা মানে বঙ্গবন্ধু।
হাত বাড়িয়ে এনেছো আহার
দিয়েছো অনাথকে ত্রাণ।
ওরা বুঝেছিল তোমাকে হত্যা করলেই!
তোমার অস্তিত্ব সব যাবে বিলিন হয়ে।
আজ বাংলা গর্বিত তোমার হুকারের স্বাধীন উপহার পেয়ে ,
বুকে হাত রেখে বলি এত?
বঙ্গবন্ধুর স্বাধীন দেশ দেওয়া উপহার।
বারহাট্রা, নেত্রকোণা।