
সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন করলো সীযুপ্রফা
মোঃ মালেকুল আজিম,
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করলো সীযুপ্রফা নামক সেচ্ছাসেবী সংগঠন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল এডহক কমিটির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, দাতা সদস্য ফখরুল আলম, Ssfc প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলার দিগন্ত পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ ইউনুস, সীযুপ্রফা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মালেকুল আজিম, শিক্ষা বিষয়ক সম্পাদক রোমানা, সদস্য তানজিনা, সদস্য সাইমন সহ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সমাজের অবহেলিত শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা ও চেষ্টা করবেন বলে জানান। বিশেষ করে সামাজিক সাংস্কৃতিক কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন।
সূত্রঃ দৈনিক বাংলার দিগন্ত, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।