ময়মনসিংহ নগরীর চরপাড়া সড়ক অবরুদ্ধ করতে অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ
দ্বীপ চন্দ্র সরকার,
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকা সহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে অস্থায়ী দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান চালিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) চরপাড়া মোড় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ময়মনসিংহ ১ও ৩ নং পুলিশ ফাড়ির সদস্যরা অংশগ্রহণ করেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ওসি শফিকুল ইসলাম খান অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকানপাট এর বিরুদ্ধে কঠোর নির্দেশ জারি করেন। তিনি আরও জানান, সাধারণ মানুষ ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।