জম্বু ও কাশ্মীরের অভিযানে শহীদ হলেন বাঙালি মুসলিম হাবিলদার ঝান্টু আলি শেখ
মোহাম্মদ ইউনুস
চট্টগ্রাম ব্যুরো প্রধান,
জম্মু ও কাশ্মীরের অভিযানে শহীদ হয়েছেন হাবিলদার ঝানটু আলী শেখ—ভারতীয় সেনাবাহিনীর ৬ প্যারা স্পেশাল ফোর্সের একজন সাহসী যোদ্ধা। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছেলে, একজন বাঙালি, একজন মুসলমান, এবং সর্বোপরি একজন ভারতীয় সৈনিক। প্রশ্ন হচ্ছে—এই আত্মত্যাগটা কি ভারতীয় সংবাদমাধ্যমের জন্য খুবই ‘অস্বস্তিকর’?
পেহেলগাম হামলার সময় মনে আছে? “তুমি হিন্দু না মুসলমান?”—এই প্রশ্নটা নিয়ে কেমন তোলপাড় তুলেছিল মিডিয়া! ঘণ্টার পর ঘণ্টা টকশো, তর্জন-গর্জন, জাতীয়তাবাদের নামে ধর্মভিত্তিক উত্তেজনা ছড়ানো—সবই ছিল মিডিয়া-উৎসবের অংশ। আর আজ, ২৪ ঘন্টা পর একজন মুসলমান সেনা যখন নিজের জীবন বিসর্জন দিল, তখন ক্যামেরাগুলো যেন "মুসলমান পরিচয়টায়" ফোকাস হারিয়ে ফেলেছে।
একজন মুসলমানের জন্য না কোনো শোক, না কোনো স্টুডিও বিতর্ক, না কোনো ট্রিবিউট—একটা টুইটেও নেই ঝানটুর মুসলমান পরিচয় হাইলাইট করে। যদি নামের শেষে সিং, শর্মা বা রাঠোর থাকে-তাহলে হিন্দু ন্যারেটিভ
আর যদি রক্ষাকারীর নাম হয় ‘আলী শেখ’, তবে তার ধর্মীয় পরিচয় হয়ে যায় অপ্রাসঙ্গিক। তখন শুধু বলা হয়" একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত।" বাঙালি মুসলমান ঝন্টু আলী শেখ চলে গেছেন তবে যাওয়ার আগে ভারতীয় মিডিয়ার ধুতি খুলে দিয়ে গেছেন।
সূত্রঃ দৈনিক বাংলার দিগন্ত।