ফুলবাড়ীতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
সোলায়মান হোসেন
রাজশাহী বিভাগীয় ব্যুরো
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চকশাহাবাজপুর গ্রামে গলায় দড়িতে ঝুলা অবস্থায় ফারহানা হক পুবালী (২২) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। নিহত ফারহানা হক পুবালী, ফুলবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকশাহাবাজপুর গ্রামের ফজলুল হক এর কন্যা। স্থানীয় সুত্রে জানা যায়, ফারহানা হক পুবালীর সাথে বিয়ে হয়। ফুলবাড়ী শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর নতুন পাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলামের সাথে গত কয়েকদিন যাবৎ সে চকশাহাবাজপুর বাবার বাড়ীতে বেড়াতে আসে। এবং এখানে সে গলায় দড়ি দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে ঝলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।