দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ঘটনায় দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন আনারপুরা গ্রামের রায়হান পিতা হোসেন, ইমন পিতা বাতেন ভূইয়া।
গতকাল সোমবার মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুই দল শিক্ষার্থীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।এঘটনায় ওই বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন, তাহিন (১৬), জোবায়ের (১৫), আব্দুল্লাহ (১৬), ফাইজুল ইসলাম(১৭)। সোমবার (২১ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।